News:

মহর আলী শাহনুর বানু উচ্চ বিদ্যালয়টি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার অর্ন্তগত তারাইল গ্রামে 1970 সালে আব্দুল আজিজ মিয়া প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি শীতলক্ষ্যা নদীর পাশে সুশীলত ছায়ানীড় পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টিতে 01 একর 23 শতাংশ ভূমি রয়েছে। আছে সুবিশাল খেলার মাঠ এবং দ্বিতল ও চারতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন দুইটি ভবন। বর্তমানে প্রায় অর্ধ সহস্র শিক্ষর্থী অধ্যয়ন করছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক অঙ্গঁনে বিদ্যালয়টির যথেষ্ট সুনাম আছে। দক্ষ ম্যানেজিং কমিটি ও সুদক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। সকলের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দ্রুত উন্নতি সাধন করে স্থানীয়ভাবে দৃষ্টান্ত স্থাপন করেছে।