News:

নারায়ণগঞ্জ জেলার তারাইল গ্রামে শীতলক্ষ্যা নদীর পাশে ছায়া-সুনিবিড়, শান্ত, শীতল, বৃক্ষরাজি কোমল পরশে আচ্ছাদিত নির্মল পরিবেশে গড়ে উঠা মহর আলী শাহ নূর বানু উচ্চ বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত। ধুমপান, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ, দ্বিতল ও চারতলা দুটি দৃষ্টিনন্দন ভবন, বিশাল খেলার মাঠ, অডিটোরিয়াম, লাইব্রেরি ও অন্যান্য সুযোগ-সুবিধা সদা দৃশ্যমান। এই প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি খেলাধূলা ও সংস্কৃতি বিষয়েও নিয়মিত চর্চা হয়ে থাকে।  ইতোমধ্যে প্রতিষ্ঠানটি এলাকাবাসী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও শিক্ষকমন্ডলীর প্রচেষ্টায় দ্রুত উন্নতি সাধন করে স্থানীয়ভাবে দৃষ্টান্ত স্থাপন করেছে। পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। তাছাড়া ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, রচনা ও বির্তক প্রতিযোগিতা এবং উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ সফলতার পরিচয় দিয়ে আসছে। 

অতীতের ধারাবাহিকতায় অনাগত দীর্ঘকালে এই অঞ্চলে শিক্ষার আলো বিস্তার করে অগনিত মানুষের জীবনকে ঋদ্ধ, আলোকিত, সমৃদ্ধ করে তুলুক েএই প্রর্থনা করছি এবং বিদ্যালয়টির উত্তোরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করছি।